ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক মসজিদে বন্দুকধারীর হামলায় ২ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৭৮২ বার পড়া হয়েছে
ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক মসজিদে বন্দুকধারীর হামলায় ২ জন আহত হয়েছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানায়, ফ্রান্সের বাওয়ান শহরের ঐ মসজিদে আগুন লাগানোর চেষ্টা করে বন্দুকধারী। এসময় তাকে বাধা দিলে সে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আহত হয় দুইজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দু’জন মসজিদে প্রবেশ করা মুসল্লি বলে ধারণা করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি ও মুসলিম নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।