ফেসবুক লাইভে কাউন্সিলর প্রার্থীর আত্মহত্যার চেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কাউন্সিলর প্রার্থী। বুধবার রাতে উপজেলার তুলাতলী এলাকার নিজ ঘরে দরজা বন্ধ করে ফেসবুক লাইভে এসে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। প্রার্থীর নাম মোহম্মদ শাহজাহান। ফেসবুক লাইভে শাহজাহান বলেন, যুবলীগের কয়েকজন নেতা জোর করে তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছেন।ওই কাউন্সিলর প্রার্থী সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।