ফেসবুক লাইভে এসে আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে রনজু আহমেদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। সে কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে রনজু শিরোনাম দেয় ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’ তারপর গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সাথের ঝুলে পড়ে। লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। রশি থেকে নামানো হলে ততক্ষণে সে মারা যায়।গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




















