ফেসবুকে প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয়ায় এক যুবক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাক মেরে ফেলার হুমকি দেয়ায় ফয়সাল আহম্মেদ মিনা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত ফয়সাল আহম্মেদ মিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দিয়ে গত ১৬ জুন বিকাল ৩টায় নিজ ফেসবুক একাউন্টে একটি ষ্ট্যাটাস দেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে এক যুবলীগ নেতা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।























