ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার দায় স্বীকার করেছে পরিতোষ সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার দায় স্বীকার করেছে রংপুরের পীরগঞ্জের পরিতোষ সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ এর বিচারক ফজলে এলাহী পরিতোষের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় পরিতোষকে আদালতে নিয়ে আসে পুলিশ। বিকেলে তোলা হয় আদালতে। এরপর ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এদিকে, কুমিল্লার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে উসকানিমূলক বার্তা দিয়ে সরাসরি সম্প্রচারে আসা মোহাম্মদ ফয়েজ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন। মামলা তদন্ত করছে সিআইডি।