ফেনী, মৌলভীবাজার ও ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ফেনী, মৌলভীবাজার ও ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
গেল রাতে ফেনী জেনারেল হাসপাতালে করোনা দু’জনের মৃত্যু হয়। মৃতব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্যবিভাগ। তারা হলেন, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের নুরুল আমিন ও দাগনভূঞার জায়লাস্কর ইউনিয়নের আজিজুল্লাহ । জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হাসেন ভূঁইয়া জানান, মৃতব্যক্তিরা দীর্ঘদিন ধরে শ্বাসকস্ট রোগে ভুগছিলেন।
করোনার উপসর্গ নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরতিহীন বাস কাউন্টারে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রঘুনাথ দেবনাথ নামের এ ব্যক্তির বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচলাপাড়া গ্রামে। তিনি ব্যবসায়ীক কাজে শ্রীমঙ্গল এসেছিলেন।
এদিকে ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে সাইফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকস্টে ভুগছিলেন তিনি ।