ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী ও দাগনভূঞার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকালে ফেনীর সোনাগাজীর মতিগঞ্জের স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকরদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
সুজন ও রবিউল নামের দুইজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এছাড়া ফিরোজা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বাধা দেয়ার অভিযোগ তোলেন ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মধ্যম চরছান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় বিভিন্ন প্রার্থীর ১৩ জন এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।