ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক নৌ-বন্দরের সীমানা নির্ধারণ

- আপডেট সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে তৈরী হচ্ছে আন্তর্জাতিক নৌ-বন্দর। এরই মধ্যে নদীবন্দরের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এটি এক নতুন দিগন্ত। বন্দরটি চালু হলে বিকাশ ঘটবে ব্যবসা বানিজ্যের। পাশাপাশি যোগ হবে কর্মসংস্থানের, বদলে যাবে এ অঞ্চলের চেহারা।
ভৌগলিক দিক থেকে ফেনীর রয়েছে অনেক গুরুত্ব। এখানে রয়েছে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়ক ও রেলপথ সহ ভারত-বাংলাদেশ স্থলবন্দর। এছাড়া সোনাগাজী ও চট্রগ্রামের মিরসরাই অঞ্চলে রয়েছে ৩০ হাজার একর জায়গাজুড়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল। ছোট ফেনী নদীর তীরে তৈরী হচ্ছে আধুনিক নৌবন্দর। এতে সৃষ্টি হবে কর্মসংস্থান। বদলে যাবে জীবনমানসহ এখানকার দৃশ্যপট।
স্বল্প খরচ ও সময়ে বিভিন্ন শিল্পের কাঁচামাল সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। প্রাণচঞ্চল্য আসবে এলাকায়।
সম্প্রতি নৌবন্দর এলাকা সরজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এসময় তারা পুরো এলাকাটি ঘুরে দেখেন।এর মাধ্যমে সরকারের ব্যপক রাজস্ব বৃদ্ধি পাবে আশা জেলা প্রশাসকের।
২০২১ সালের ২৪ অক্টোবর বন্দর স্থাপনের জন্য প্রকাশ করা হয় রাষ্ট্রপতির গেজেট।