ফেনীর ছাগলনাইয়া রুহুল আমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও মানববন্ধন ও বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বাজারের সবজি ব্যবসায়ী রুহুল আমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
উপজেলার মহামায়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে চাঁদগাজী বাজারস্থ ক্যাপ্টেন লিংক রোডে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়। এসময় বক্তব্য রাখেন ৫ নম্বর মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মিনুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। বক্তারা বলেন, রুহুল আমিন ভাল ও নিরাপরাধ মানুষ। ৩০ বছরে তিনি ঢাকামুখী হননি উল্লেখ করে মিথ্যা মামলার বাতিলের দাবি জানান স্থানীয়রা। ঢাকার কদমতলী থানায় বিস্ফোরক মামলায় মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধা গ্রামের রুহুল আমিনকে পুলিশ তার নিজ বাড়ি থেকে ২৩ জানুয়ারি গ্রেফতার করে।










