ফুলবাড়িয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়া সুপার মার্কেট, নগর প্লাজা, সিটি প্লাজা ও জাকের সুপার মার্কেটের বেইজমেন্টের উচ্ছেদ করা দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে দক্ষিণ সিটির মেয়র প্রতি আহবান জানিয়েছেন ব্যবসায়ীরা।
সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তারা।এসময় মার্কেটের ব্যবসায়ী হাজী মো. ইব্রাহিম খলিল লিখিত বক্তব্যে বিনা নোটিশে বেইজমেন্টের দোকান উচ্ছেদ প্রতিবাদ করেন। ব্যবসায়ীরা জানান, ১৯৯৭ সালে ৫শ ৩০টি দোকান ব্যবসায়ীদেরকে বরাদ্দ দিয়েছে সিটি কর্পোরেশন।বেইজমেন্ট পার্কির জন্য দখন মুক্ত করলে ৬ষ্ঠ থেকে ৮ম তলা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।