ফুলপুর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৬২৮ বার পড়া হয়েছে
কার্যালয়ে বসে ইয়াবা সেবন করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী ও হিসাবরক্ষণ কর্মকর্তা সমীর কুমার চক্রবর্তীকে ক্লোজড করা হয়েছে।
সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শের মাহবুব মুরাদ। তিনি জানান, ওই কর্মকর্তাকে ফুলপুর উপজেলা ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ফুলপুর ভূমি অফিসে নিজের চেয়ারে বসে ওই কর্মকর্তার ইয়াবা সেবন করার ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।