ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ শোকসভার আয়োজন করে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।
শোকসভায় বক্তারা বাদল রায়কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র বাদল রায়ের তাঁর মুত্যুতে ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের সভাপতি রতন কুমার কর্মকার, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদসহ সাবেক ও বর্তমান ফুটবলাররা বক্তব্য রাখেন। এসময় বলেন,