ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার আরও বিমান হামলা চালিয়েছে ইসরাইল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার আরও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলের দাবি, গাজা উপত্যকা থেকে দুটি আগুনে বেলুন ইসরাইলের ভেতরে বিস্ফোরিত হওয়ার পর ওই বিমান হামলা চালানো হয়। ইসরাইলের ভেতরে আগুনে বেলুন পাঠানোর জন্য তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছে। রোববার রাতের হামলার কয়েক ঘণ্টা আগে ,ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে হামাসের কয়েকটি অবস্থানে ট্যাংক থেকে গোলাবর্ষণ করে। গাজায় রোববার বিকালে ইসরাইলের সেনারা দেইর আল-বালা শহরে ওই হামলা চালান। ইসরাইলি সেনাদের দাবি, হামাসের পক্ষ থেকে দেইর আল-বালা শহরের কাছাকাছি ইসরাইলি সেনা অবস্থানে হামলা চালানোর জবাব হিসেবে তারা হামাসের অবস্থানে ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে।