ফিলিস্তিনিরা এখন আকাশ পথে সরাসরি যেতে পারবেন তুরস্কে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দখল করা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখন আকাশ পথে সরাসরি যেতে পারবেন তুরস্কে। মঙ্গলবার ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অবশ্য গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য এই সুযোগ এখনো উন্মুক্ত করা হয়নি।
সফরের জন্য ফিলিস্তিনিদের ব্যবহার করতে হবে ইসরায়েলি এয়ারপোর্ট- রামোন। এ মাসের শেষ নাগাদ শুরু হবে এই পাইলট প্রোগ্রাম। সপ্তাহে উড়বে দুটি ফ্লাইট। যার মাধ্যমে তুর্কি শহর ইস্তাম্বুল ও আনাতোলিয়ায় সফর করা যাবে। তুরস্কের বিমান পরিবহন প্রতিষ্ঠান অ্যাটলাস এবং পেগাসাস দিবে যাত্রীসেবা। নিজস্ব বিমানবন্দর না থাকায় ইসরায়েলি বিমানবন্দর বেন গুরিয়ন দিয়ে চলাচল করতে হয় ফিলিস্তিনিদের। এর জন্যেও নিতে হয় দফায়-দফায় বিশেষ অনুমতি। এই ভোগান্তি এড়াতে সড়ক পথে জর্ডান পাড়ি দিয়ে, সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটে চড়েন ফিলিস্তিনিরা।