ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে প্লে-অফের ফাইনালে ইউক্রেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে প্লে-অফের ফাইনালে ইউক্রেন। সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইউক্রেন।
বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়ার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্নক ইউক্রেন। ম্যাচের ৩৩ মিনিটেই আন্দ্রি ইয়ারমোলেনকোর গোলে এগিয়ে যায় তারা । ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউক্রেন। বিরতি থেকে ফিরে রোমান ইয়ারেমচুকের গোলে ব্যবধান দ্বিগুন করেন ওলেকজান্দ্র পেট্রাকভ শিষ্যরা। ৭৯ মিনিটে ম্যাকগ্রেগের গোলে ব্যবাধান কমায় স্কটল্যান্ড। তবে অতিরিক্ত সময়ে আর্টেম দোভোয়িকের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেন। রোববার ওয়েলসের বিপক্ষে প্লে-অফের ফাইনালে মাঠে নামবে ইউক্রেন। জয়ী দল সরাসরি অংশ নিবে বিশ্বকাপের মূলপর্বে।


























