ফিফা প্রীতি ম্যাচে রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
 - / ২০৮২ বার পড়া হয়েছে
 
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এদিকে রাত দুই-টায় ফ্রান্স মুখোমুখি হবে জার্মানি। সাম্প্রতিক ফর্মটা ভালো নয় ব্রাজিলের। নিজেদের সবশেষ তিন ম্যাচেই হেরেছে তারা। তার ওপর ইনজুরির কারণে দলে নেই নেইমার জুনিয়র, ক্যাসেমিরো, এদার্সন, অ্যালিসন ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকারা। নতুন কোচ দোরিভাল জুনিয়রের প্রথম পরীক্ষাটা তাই একটু কঠিনই হতে যাচ্ছে সেলেসাওদের। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগের ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড শিবির। কোল পালমার, জর্ডান হেন্ডারসনদের পর এবার ছিটকে গেছেন দলের সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। দলের তারকাদের হারালেও এর ভালো দিকটাও দেখছেন ইংলিশ কোচ। তার মতে, ইউরোর আগে এটা অন্য খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের সুবর্ণ সুযোগ।
																			
																		
















