ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১শ’ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেয়া বাধ্যতামূলক থাকলেও ভোটার তালিকায় তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। মেয়র পদে অন্য তিন প্রার্থী- আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ রমজান আলী, বিএনপি সমর্থিত মোহাম্মদ আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দিন আহাম্মেদ যাদুর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া, সংরক্ষিত নারী ওয়ার্ডের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।