ফরিদপুর পৌর এলাকার রাস্তাগুলো এখন মরণফাঁদ

- আপডেট সময় : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌর এলাকার রাস্তাগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তিন যুগ আগে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও অনেক ওয়ার্ডে নেই ড্রেনেজ ব্যবস্থা। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। ক্ষতিগ্রস্থ রাস্তাগুলো দ্রুত মেরামত ও জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
দীর্ঘদিন সংস্কার না করায় ফরিদপুর পৌর এলাকার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডিসি অফিসের সামনের ষ্টেশন রোড থেকে শুরু করে লক্ষ্মীপুরের চুনাঘাটা পর্যন্ত যাচ্ছে তাই অবস্থা। এছাড়া পূর্বখাবাসপুর, শান্তিবাগ, ইমামবাগ, ঝিলটুলী, অনাথের মোড়সহ শহরের প্রধান সড়কগুলোরও বেহাল দশা।
জেলার একমাত্র নৌ-বন্দর সিএন্ডবি ঘাট এলাকার প্রধান সড়কের অবস্থাও খারাপ। খানা-খন্দ ভরা এসব সড়কে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই পরিস্থিতি থেকে মুক্তি চায় এলাকাবাসী।
বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বারবার কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়ে সমাধান না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।
রাজনৈতিক জটিলতায় টেন্ডার বাতিল হয়ে গেছে। ফলে, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে পারেনি বলে জানন, পৌর মেয়র।
রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে পৌরবাসী।