ফরিদপুরের ভাঙ্গায় বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, সকাল ৮টায় ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেখানেই বাসের ড্রাইভার ও একযাত্রী নিহত হয়। আহত ১৩ জনকে হাসপাতালে নেয়ার পথে বাসের আরেক যাত্রী নিহত হয়। অন্যদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


























