প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনে অপপ্রয়োগ বন্ধ করতে প্রয়োজন এ আইনের সংশোধন করা হবে বলে জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বলেন, সাইবার ক্রাইমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে ।
সরকারের পদক্ষেপের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কমেছে।পাশাপাশি মামলা করা হলেও দ্রুত গ্রেফতারও করা হচ্ছে না বলে জানান তিনি।দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে গণমাধ্যমকর্মী আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও ডাটা সুরক্ষা আইন নিয়ে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। সারা বিশ্বের যে বেস্ট প্র্যাকটিস সেগুলো দেখব, দেখার পর কোনটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রযোজ্য হয়, সেটা আমরা গ্রহণ করব। আমরা লেজিসলেটিভ সচিবের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি।