প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর হাইতিতে জরুরি অবস্থা জারি
- আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর হাইতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জোভনেল মোয়েজ রাজধানী পোর্ট-অফ-প্রিন্সে তার বাসভবনে আততায়ীর হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।
ক্লড জোসেফ বলেছেন একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি স্থানীয় সময় দিবাগত রাত একটার সময় প্রেসিডেন্টের বাসভবনে আকস্মিকভাবে ঢুকে পড়ে। ফার্স্ট লেডিও হামলায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনা অব্যাহত রাখতে সবরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ । জোভনেল ময়েস ফেব্রুয়ারি ২০১৭ থেকে দেশটির প্রেসিডেন্ট পদে ছিলেন । তার পূর্বসূরী মিশেল মার্টেলি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর ৫৩ বছর বয়সী ময়েস ক্ষমতা গ্রহণ করেন । ময়েসের শাসনকাল খুবই সমস্যা জর্জরিত ছিল । তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এবং প্রায়ই সরকারবিরোধী সহিংস বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাকে ।






















