প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৮২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিতু আক্তার নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাতে গুরুতর আহত করেছে নভেল নামে এক বখাটে।
পুলিশ জানায়, নিয়ামতপুর আঙ্গুরাকান্দা গ্রামের আব্দুর রউফের মেয়ে মোছা মিতু আক্তার নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। নিকলী উপজেলার শিংপুর গ্রামের ফাইজুল ইসলামের বখাটে ছেলে নভেল নিয়ামতপুরে তার এক আত্মীয়ের বাড়িতে এসে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই মিতুকে উত্ত্যক্ত করতো। দুপুরের দিকে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারে যাওয়ার পথে মেয়েটির পথরোধ করে প্রেমের প্রস্তাব করে। এতে রাজি না হওয়ায় তাকে বুকে, পেটে ও পিঠে অন্তত ৮টি ছুরিকাঘাত করে।