প্রিজন সেলে বসে জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় আট কারারক্ষী প্রত্যাহার

- আপডেট সময় : ০২:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৬৮০ বার পড়া হয়েছে
প্রিজন সেলে বসেই ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় আট কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ৮ কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রধান কারারক্ষী, সাতজন সাধারণ কারারক্ষী। প্রায় দুই মাস আগে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা বললে রফিকুল আমীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বসেই রফিকুল আমীন জুমে ব্যবসায়িক বৈঠক করছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই কারা কর্তৃপক্ষ প্রধান কারারক্ষীসহ আট কারারক্ষীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। রফিকুল আমীন এই জুম বৈঠক কীভাবে করলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর।