প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকার ৮২টি সোনার বার উদ্ধার

- আপডেট সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব বারের বাজার দর প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৭ টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে একটি বড় সোনার চালান আসছে এমন খবরে ফ্লাইটটি ল্যান্ড করার আগেই এয়ারপোর্টকে ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে বোর্ডিং ব্রিজের কাছে দুবাই ফেরত যাত্রী এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা স্বর্ণের বার পাওয়া যায়। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করা হয়েছে। বৈশ্বিক মহামারী করোনার অচলাবস্থা কেটে ওঠার পর এটিই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার হওয়া বড় চালান।