প্রায় দেড় বছর পর আগামীকাল শ্রেণিকক্ষে আসবে শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
প্রায় দেড় বছর পর আগামীকাল শ্রেণিকক্ষে আসবে শিক্ষার্থীরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
১৭ মাস বন্ধ ছিল শ্রেণীকক্ষের দরজাগুলো। এত লম্বা সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার রেকর্ডে বিশ্বের দ্বিতীয় দেশ বাংলাদেশ। ১২ই সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা আবার খুলছে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষা এখন শিক্ষার্থীদের জন্য। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা যেন ক্লাসে বসতে পারে তার জন্য প্রতিষ্ঠান ভেদে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এতদিন পর আবারও ক্লাস শুরু। আনন্দের পাশাপাশি শঙ্কাও রয়েছে। তবে আপাতত মুহুর্তটিকে উদযাপনই করতে চাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

















