প্রায় চার কোটি টাকা উধাওয়ের ঘটনায়, ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত
- আপডেট সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
প্রায় চার কোটি টাকা উধাওয়ের ঘটনায়, ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ভল্টের হিসাবের সাথে নগদ অর্থের এই হেরফের থাকায় ব্যাংক কর্তৃপক্ষ বংশাল শাখার দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর, মহানগর হাকিম আসামীদের কারাগারে পাঠায়। পুলিশ বলছে, ৪ কোটি টাকা গায়েবের ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাবের গড়মিল পায় নিরীক্ষা শাখা। তলব করা হয় ব্যাংকের সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাংকের অডিট শাখার কর্মকর্তারা। একপর্যায়ে সিনিয়র ক্যাশ ইনচার্জের কথায় অসংলগ্নতা পেলে জিজ্ঞাসাবাদ করা হয় একই শাখার ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার গড়মিলের বিষয়ে এ দুই কর্মকর্তার সম্পৃক্ততা পায় ব্যাংক কর্তৃপক্ষ।
সকালে অভিযুক্ত দুই কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ বলছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। টাকা উধাও হওয়ার ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানায় পুলিশ।























