প্রশ্ন উঠেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে মশা নিধণে প্রয়োগ করা ঔষধের কার্যকারিতা নিয়ে
- আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ব্যবহৃত মশা নিধণে প্রয়োগ করা ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। মশার সংক্রমণরোধে লার্ভাসাইড স্প্রে -ফগিংয়ের পাশাপাশি খাল ও ডোবায় ছিটানো হচ্ছে ট্যাবলেট। এতো কিছুর পরেই কমছে না মশার দৌরাত্ম্য। অতিষ্ঠ মানুষ চান মশা মুক্ত রাজধানী।
রাজধানীতে মশার সংক্রমণরোধে লার্ভাসাইড স্প্রে ও ফগিং কার্যক্রম চলছে ঢাকার দুই সিটি কর্পোরেশনে। পাশাপাশি খাল ও ডোবায় ছিটানো হচ্ছে ট্যাবলেট।
এতোসব কর্মযজ্ঞ চালানো হলেও মশার আক্রমণ না কমায় ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।
নগরবাসীর সঙ্গে মশা নিধনে ব্যবহৃত ঔষধের কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে জনপ্রতিনিধিদেরও।
ঔষধের সক্ষমতা অভাবকে সমর্থনের পাশাপাশি মশক নিধনে কর্তৃপক্ষের দক্ষ জনবলের অভাব ও সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা।
তবে কর্তৃপক্ষের দাবি, যথাযথ মান নিয়ন্ত্রণ করেই ব্যবহৃত হচ্ছে মশা মারার ওষুধ ।
দৃশ্যমান নানা পদক্ষেপ আর ওষুধের মান নিয়ে বিতর্ক নয়; নগরবাসী জানতে চায়, কবে উন্নতি হবে পরিস্থিতির আর কিভাবে মিলবে মশা থেকে নিস্কৃতি?










