প্রভু নয়, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিস্তার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে দু:স্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ কারো শক্তির কাছে জিম্মি নয়। জনগণের শক্তিতে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলে জানান তিনি। কাদের আরো বলেন, বিদেশে বিএনপির প্রভু আছে। আর আওয়ামী লীগের আছে বন্ধু। তাই কোন অপশক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করেও সফল হবে না। সরকার জনগণের সার্বিক উন্নয়নে কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
























