প্রভুদের আশ্রয়-প্রশ্রয়ে সরকার ক্ষমতায় থাকতে পারবেনা- রিজভী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
 - / ২২৭৪ বার পড়া হয়েছে
 
বাহিরের প্রভুদের আশ্রয়-প্রশ্রয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবেনা বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখেছে সরকার, শাহজাহান ওমর সরকারের শর্ত মেনে নেয়ায় তাকে জামিন দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে বেগম জিয়াকে বন্দী রাখা হয়েছে। আইন ও বিচার বিভাগ সরকার নির্দেশ চলছে।এরইমধ্যে কারাগারে দশ জনেরও বিএনপির নেতাকর্মী মারা গেছে দাবি করে রিজভী বলেন, জনগণ সরকার পতনের আন্দোলনে আছে আন্দোলনে থাকবে।
																			
																		













