প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত সউদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলিন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
দুই ভাতৃপ্রতিম মুসলিম দেশের নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়। তেজগাঁও কার্যালয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের অর্ধ শতাব্দিকালের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা সউদিতে বাংলাদেশী প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানোর ওপর জোর দেন।