প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে অর্ভ্যথনা জানাবেন ফ্রান্সের প্রেসিডেন্টকে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬২ বার পড়া হয়েছে
জি-টুয়েন্টি সম্মেলন শেষে নয়া দিল্লি থেকে দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৩৩ বছর পর ফ্রান্সের কোনও প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগেই নয়া দিল্লি থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মাক্রোঁকে স্বাগত জানাবেন তিনি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করবেন। দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সফরকালে ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমন্ত্রণেই ঢাকা আসছেন ম্যাক্রোঁ।