প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষু ভয় পান না : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ২০০৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষু ভয় পান না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না।
দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করেতে আন্দোলন করছে বিএনপি। এখন আন্দোলনে হেরে গেছে। সামনে নির্বাচনেও
হারবে। কাদের বলেন, আন্দোলন সংঘাত, রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে জেলার নেতারা বক্তব্য রাখেন।















