প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলীকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৯৩৮ বার পড়া হয়েছে
প্রায় দুই দশক আগে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়াসিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে উপজেলার চায়টা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন আলী কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি ইয়াসিনকে গ্রেফতার করা নহয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার পলাতক আসামী। ইয়াসিন সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।























