প্রধানমন্ত্রী শিক্ষার মানন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বিকেলে এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত সাভার উপজেলার শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড। সমাজ তথা দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসময় সহস্রাধীক শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 
																			 
																		
















