প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠক করেছেন পশ্চিমবংগের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ মিনিটের বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেন, তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি। এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দু’বছর পর দিল্লিতে আসা হলো। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে করোনার বিষয়ে। বাড়তি করোনা টিকা,ওষুধ চেয়েছেন তিনি। জনসংখ্যার তুলনায় কম টিকা পেয়েছে পশ্চিমবংগ উল্লেখ করে মমতা বলেন, সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আগে সবাইকে টিকা দিতে চাই।