প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৭০৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সকালে গণভবনে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর আসন্ন ‘ভারত সফর সূচি চূড়ান্ত করতে’ দুই দিনের সফরে গতকাল সন্ধ্যায় ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব।
জানা গেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও বৈঠক করেন। জুলাই মাসে শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন। চলতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর, এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব ছাড়াও, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে।