প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।
রোববার সকালে গণভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা মহামারীর বিরুদ্ধে দু’দেশই একসঙ্গে কাজ করছে উল্লেখ করে এর বিস্তাররোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও এর মধ্যেও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পাঠানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।