প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্য মন্ত্রী জানান, সরকারের নানা পদক্ষেপের কারণে রমজানে এবার বাজার পরিস্থিতি যেমন স্বাভাবিক ছিল তেমনি ঈদযাত্রাও স্বস্তিদায়ক হয়েছে।
নির্বচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে কিন্তু তাতে কোন লাভ হবে না। গত ১৫ বছরের ধারাবাহিকতা জনগন সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। নামাজ শেষে পিতার কবর জেয়ারত করেন মন্ত্রী।






















