প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণেই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর অনন্য দেশপ্রেম, যোগ্যতা এবং অবিচল নেতৃত্বের কারণেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এমন মন্তব্য করেছে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর সকল ফর্মেশনসহ লজিষ্টিক এরিয়া এবং চারটি স্বতন্ত্র ব্রিগেডের ১৫টি দলে ১৩ জন নারী সেনা সদস্যসহ ২শ’ চৌকষ ফায়ারার অংশগ্রহণ করেন।