প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আর কোন কর্মসূচি না দেয়ার ঘোষণা দিয়েছেন কাদের মির্জা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আর কোন কর্মসূচি না দেয়ার ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরমেয়র আবদুল কাদের মির্জা। তবে তাকে এখনও হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
সকালে বসুরহাট পৌরসভায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত কয়েকদিনে তার ৭/৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেক নেতাকর্মীর বাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে এবং তাদের পরিবারের লোকজনকেও নির্যাতন করছে বলে অভিযোগ করেন তিনি। একই সংগে প্রশাসনও বৈরী আচরণ করছে বলে উল্লেখ করেন কাদের মির্জা। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।