‘প্রধানমন্ত্রীর চীন যাওয়ার আগে ভারতের সার্টিফিকেট নেয়া জাতির জন্য লজ্জার’

- আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৭১০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর চীন যাওয়ার আগে ভারতের সার্টিফিকেট নেয়া জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শ্রমিকদল নেতা সুমন ভূঁইয়াসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। রিজভি বলেন, সরকারী কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয়বাংলা শ্লোগান দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। অর্থনীতির সংকট কাটাতে এখন প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। শেখ হাসিনার চীনে যেতে ভারতের কোনো আপত্তি নেই– আওয়ামী লীগের মন্ত্রীদের এমন বক্তব্যের জবারে রিজভী বলেন, চীনে যেতে যদি ভারতের সার্টিফিকেট নিতে হয়, তাহলে দেশের স্বাধীনতা-সার্বতৌমত্ব কোথায়? এসময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন। হামলা-মামলা-গ্রেপ্তার-নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না বলেও হুশিয়ারি দেন রুহুল কবির রিজভী।