প্রথিতযশা ভাষাবিজ্ঞানী ও গবেষক ড. মনিরুজ্জামান আর নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
প্রফেসর ড. মনিরুজ্জামান, বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা ভাষাবিজ্ঞানী ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর, আজ ২৭শে আগস্ট, ২০২৪ তারিখে বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের প্রফেসর মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য তিনি ২০১৫ তে বাংলা একাডেমি পুরস্কার ও ২০২৩ সালে একুশে পদক পেয়েছিলেন।