প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে আ’লীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং দলীয় সভাপতি শেখ হাসিনা। বোর্ডের সদস্যদের সাথে আলোচনার ভিত্তিতে ও সবার সম্মতিতে সভায় রংপুর বিভাগের ৫টি, রাজশাহী, বরিশাল বিভাগের ৪টি, খুলনা, ঢাকা, সিলেট বিভাগের ৩টি, ময়মনসিংহ বিভাগের ২টি ও চট্টগ্রামের ১টি পৌরসভায় দলের প্রার্থীর মনোনয়ন দেয়া হয়। ৩২৯টি পৌর সভার মধ্যে নির্বাচন যোগ্য পৌরসভা ২৫৯টি। এরমধ্যে প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট নেয়া হবে।