প্রথম টেস্টে ভারতের বিপক্ষে এখন লড়ছে বাংলাদেশ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে এখন লড়ছে বাংলাদেশ। ইন্দোরে টস জিতে ব্যাট করছে টাইগররা।
দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানে ইমরুল কায়েস ও সাদমান ইসলামের উইকেট হারায় সফরকারীরা। দুজনের ব্যাট থেকে আসে সমান ৬ রান করে। সুবিধা করতে পারেননি মোহাম্মদ মিথুনও। ব্যক্তিগত ১৩ রানে ফিরেছেন তিনি। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে আশা জাগালেও, ভরসার প্রতীক হতে পারেননি মমিনুল হক। ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন নবাগত অধিনায়ক। অপর প্রান্তে বিপর্যয় কাটানোর চেস্টায় মুশফিকুর রহিম। একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, যাদব, মোহাম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন।

 
																			 
																		










