প্রথম টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ভারত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
 - / ১৬৬৮ বার পড়া হয়েছে
 
ডাবলিনে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ভারত। আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
ডাবলিনের মালাহিডে বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে আসে ইনিংসপ্রতি ১২ ওভারে।
যেখানে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৬৪ রান করেন হ্যারি টেক্টর।
জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকে ভারত।
তৃতীয় ওভারে ক্রেইগ ইয়ংয়ের বলে সাজঘরে ফেরেন ইশান কিষান, করেন ২৬ রান। ইয়ংয়ের পরের বলে শূন্য রানে আউট হন সুর্যকুমার যাদব।
এর পরে দীপক হুদা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝড় ইনিংসে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পান্ডিয়ারা।
ভারতের হয়ে তিন ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন চাহাল।
																			
																		
















