প্রথমবারের মতো সিলেট সিটি নির্বাচনে ভোট হবে ইভিএমে

- আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
সিলেট সিটি নির্বাচনে এবারই প্রথম সব ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে দ্বিধান্বিত ভোটার ও প্রার্থীরা। তারা বলছেন, প্রক্রিয়াটি নতুন হওয়ায় বিভ্রান্তিতে পড়বেন ভোটাররা। ভোটগ্রহণেও রয়েছে ধীরগতির আশঙ্কা। ইভিএম নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি সবার। তবে ইভিএমে সফলভাবে ভোটগ্রহণের অভিজ্ঞতা রয়েছে বলে দাবি রিটার্নিং কর্মকর্তার।
আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। প্রথমবার সব ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে আস্থা-অনাস্থার দোলাচালে ভোটার ও প্রার্থীরা। ফলে ভোটের সচ্ছতা নিয়ে শংঙ্কিত প্রার্থীরা।
শুধু প্রার্থীরাই নন, ইভিএম নিয়ে শঙ্কিত ভোটাররাও। ফলে ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি প্রার্থীদের।
ইভিএম সিলেটবাসীর জন্য নতুন হলেও মানুষ ভোট দিতে আগ্রহী বলে জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
ইভিএমে ভোটগ্রহণে স্বচ্ছতা থাকবে কী না? তা নিয়ে প্রশ্ন তুলেছেন, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল
সম্প্রতি সিলেটের ৪ ইউনিয়নে ইভিএমে সফলভাবে ভোটগ্রহণ হয়েছে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
শঙ্কা, সংশয় কাটিয়ে ২১ জুনের নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ উৎসব মুখর পরিবেশে ও স্বচ্ছ হবে, এমনটাই প্রত্যাশা সকলের।