প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এসময় তিনি বলেন, বিদেশে যাওয়ার বিষয়ে বিধিনিষেধও অন্যায়ভাবে আরোপিত। অন্য রাজনৈতিক ও জাতীয় নেতার মতই বেগম জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা সরকার করবে ব্যক্ত করে আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন এই বিএনপি নেতা। নয়াপল্টনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করেনা তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে।























