প্রতিষ্ঠার ৩৫ বছরেও পূর্ণাঙ্গ রুপ পায়নি কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা

- আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ৩৫ বছরেও পূর্ণাঙ্গ রুপ পায়নি কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। কয়েকটি বাজ পাখি, ময়ূর, বানর, খরগোশ, মেছো বাঘ, অজগর ও দুটি হরিণ ছাড়া তেমন কোনো পশু-পাখি নেই। চিড়িয়াখানা দেখতে আসা দর্শনার্থীরা নোংরা পরিবেশ আর শূন্য খাঁচা দেখে ক্ষোভ জানান। বরাদ্দ পেলেই দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে বলে জানান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
১৯৮৬ সালে ১০ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। কিন্তু, এখানে বাঘ, সিংহ কিংবা জেব্রার মতো দৃষ্টি আকষর্ণারী তেমন কোন প্রাণি নেই। জলাবদ্ধতার পাশাপাশি ময়লা আবর্জনার স্তুপ দেখে হতাশ দর্শনার্থীরা।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান, সংস্কারের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুতই দৃষ্টিনন্দন করে তোলা হবে। দিন দিন ঐতিহ্য হারাচ্ছে জেলার অন্যতম এই সরকারি বিনোদন কেন্দ্রটি। দ্রুত সংকট দূর হবে বলে আশা করে সাধারন মানুষ।