রংপুরে প্রতিবন্ধী রিকশাচালক হত্যার প্রতিবাদে অর্ধদিবসের ধর্মঘট চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৭৮২ বার পড়া হয়েছে
রংপুরে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অর্ধদিবসের ধর্মঘট চলছে।
ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ধর্মঘট ডেকেছে রংপুর জেলা ও মহানগর রিকশা-অটোরিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে সকাল থেকেই নগরীর ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার অন্য দিনের তুলনায় কম ছিলো। ১০ টায় শাপলচত্বরে দলীয় অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্যাতন করে হত্যা করা হয়েছে অসহায় ও প্রতিবন্ধি রিকশা চালক নাজমুলকে। এ সময় হাসান ও তার স্ত্রী ফাঁসির দাবি জানান তারা। গত মঙ্গলবার রাতে ওই রিকশা নিয়ে হাসান আলীর সঙ্গে নাজমুলের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে তাকে বেধড়ক মারধর করেন হাসান আলী। একপর্যায়ে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কোটপাড়ার বাড়িতে নিয়ে যান হাসান। বুধবার দুপুরে ওই বাড়ি থেকে নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়