প্রতিদিন ১ লাখ যাত্রী ট্রেনে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন : রেলওয়ে কর্তপক্ষ

- আপডেট সময় : ০১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে প্রতিদিন ১ লাখ যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন বলে জানায় রেলওয়ে কর্তপক্ষ। ট্রেনের টিকিট না পেয়ে রেল পথের সুবিধা নেই, এমন কয়েক লাখ যাত্রীরা গণপরিবহনে করে গ্রামে যাচ্ছেন। এদিকে, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন, বিআরটিএর চেয়ারম্যান।
ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই নাড়ির টানে ফিরছেন বাড়িতে।
ভোগান্তি কম হওয়ায় সবার পছন্দ ট্রেনযাত্রা। টিকিট কিনে স্বস্তিতে বাড়ি ফেরার আনন্দ ছিল যাত্রীদের চোখে মুখে।
ঈদে প্রতিদিন প্রায় ১ থেকে দেড় লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।
সেবার মান নিশ্চিতের মাধ্যমে রেলওয়ে বর্তমানে লাভজনক সেবাদানকারী প্রতিষ্ঠান বলে দাবি করেছেন এই কর্মকর্তা।
এদিকে, গণপরিবহনেও লাখ লাখ মানুষ ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছেন।
বাসে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করেন বিআরটিএর চেয়ারম্যান।
ফিটনেস বিহীন বাস চলাচলে নিষেধ এবং ট্রাফিক পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।